মিয়ানমারের ঘটনায় প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ


ইউএনভি ডেস্ক:

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ কয়েকজন নেতাকে আটকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সু চিকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে প্রেস নোট পাঠাচ্ছি।’

২০২০ সালের নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পরে বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পরে এ অভ্যুত্থান ঘটলো।

সু চিকে আটকের কয়েক ঘণ্টা পরে, সামরিক টেলিভিশন নিশ্চিত করেছে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।


শর্টলিংকঃ