Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন উর্বী ইসলাম


সোমবার সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় আট হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন দন্ত চিকিৎসা বিষয়ে অধ্যয়নরত উর্বী ইসলাম।

উর্বী ইসলাম

তিনি বাংলাদেশের পতাকা নিয়ে চীনের গোয়াঞ্জ শহরে অনুষ্ঠিতব্য ৪২তম ‘মিসেস ইউনিভাসর্স’ প্রতিযোগিতায় অংশ নিবেন বলে জানান ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ এর আয়োজক অপূর্ব আব্দুল লাতিফ।

তিনি জানান, বিবাহিত নারীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। মানসম্পন্ন বিচার কাজের জন্য পূর্বে আন্তর্জাতিক প্লাটফর্মে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং শিল্পের বিভিন্ন মাধ্যমে সফল ব্যক্তিত্ব যারা আছে তারা আমাদের বিচারক প্যানেলে কাজ করছেন।

এই প্রতিযোগিতার আয়োজন করেছে অপূর্ব ডট কম। ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন অনন্যা প্রেমা, দ্বিতীয় রানার আপ সায়মা সায়কা আলম, তৃতীয় রানার আপ সাগুফতা ফারুক সাদিয়া। ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্বের বিচারকদের দায়িত্বে ছিলেন উপস্থাপক এবং নাগরিক টিভির সিইও আব্দুন নূর তুষার, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, অভিনেতা মনির খান শিমুল, মডেল-উপস্থাপক জাহারা মিতুসহ আরো কয়েকজন।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ এর টাইটেল স্পন্সর বায়োজিন কসমেসিউটিকেলস। অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেছেন আসিকুর রহমান পনি এবং ফ্লাই ফারুক।।


Exit mobile version