Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মুক্তি পেল ‘আলফা’


বিনোদন ডেস্ক :

শুক্রবার (২৬ এপ্রিল) মুক্তি পেয়েছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আলফা’। ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা ও চট্টগ্রামের প্লাটিনাম মিলিয়ে মোট চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাচ্চুর নির্মিত তৃতীয় সিনেমাটি।

আলফা সিনেমার পোস্টার

গুণী এই নির্মাতার কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

‘আলফা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন- চিত্রশিল্পী আলমগীর কবীর, অভিনেত্রী দোয়েল ম্যাশ ও মুস্তাফিজ নুর ইমরান। এছাড়া গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ অভিনয় করেছেন আরও অনেকে।

এর গল্পে দেখা যাবে, কখনো কঠিন, আবার কখনো নিন্দনীয় বাস্তবতায় ঠাসা জীবন। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয় উঠে এসেছে সিনেমাটিতে।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবেও।

এর আগে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’ নামের দুটি সিনেমা নির্মাণ করেন।


Exit mobile version