Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মুখে কালি মেখে লাইভে শিল্পী রাহুল আনন্দ!


ইউএনভি ডেস্ক:
বাউল শাহ আবদুল করিমের ভাবশিষ্য রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগ, পাণ্ডুলিপি পোড়ানোর প্রতিবাদে মুখে কালি মেখে লাইভ অনুষ্ঠানে হাজির হলেন জলের গানের শিল্পী রাহুল আনন্দ।

‘সলিডারিটি কনসার্ট ফর রণেশ ঠাকুর’ শিরোনামে শনিবার রাতে এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অন্য শিল্পীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মুখে কালি মেখে গান গাইতে আসা রাহুল আনন্দ শুরুতেই বলেন, ‘আমি কোনো প্রতিবাদ করবে না, আমি কোনো বিচারও চাইব না।’

সংক্ষিপ্ত ভূমিকার পর নিজের গান শুরু করেন রাহুল আনন্দ। ‘মুনিয়া যানে রে তোর মনেরেই বেদনা, অই তন্ত্রমন্ত্রে পাই না তোরে, আমার ঘরে কে দিলো আগুন’- এমন কথায় গানটি পরিবেশনের সময় রাহুলের প্রতিবাদী কর্মকাণ্ড নজর কাড়ে সবার।

একপর্যায়ে নিজের গান ও ছবি আঁকার খাতা ছিঁড়েও প্রতিবাদ জানান রাহুল আনন্দ। প্রবাসী বাঙালিদের আয়োজনে আয়োজিত এই প্রতিবাদী লাইভ অনুষ্ঠানের সহযোগী ছিল সিলেটটুডে২৪, নগরনাট ও দাশ অ্যান্ড কোং।


Exit mobile version