Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মুখ দিয়ে লেখেই অনার্স-মাস্টার্স পাস, ছবি ভাইরাল


ইউএনভি ডেস্ক:

প্রতিষ্ঠার ১৪ বছর পর শনিবার প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এতে প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন।

সমাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে, যার প্রভাব দেখা গেছে পুরান ঢাকায়ও। সামাজিকমাধ্যমেও সমাবর্তনের ছবি পোস্ট করছেন অনেকেই।

প্রথম সমাবর্তন উপলক্ষে জবির হার না মানা এক ছাত্রের গাউন পরা ছবি পোস্ট করেছেন ওবায়দুর রহমান নামের এক ব্যক্তি।

‘কোটা সংস্কার চাই (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ)’ ফেসবুক পেজে তিনি ছবিটি পোস্ট করেছেন। এরপরই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ওবায়দুর রহমান লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের ছাত্র হাফিজ ভাই। হাত, পা অকার্যকর! মুখ দিয়ে লেখেই স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। জবির প্রথম সমাবর্তনে অন্যদের মত হাফিজ ভাইও গাউন পড়েছেন। হার না মানা অদম্য জবিয়ান!।’


Exit mobile version