Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মুজিব ম্যূরালে ফুল দিয়ে ইবি শিক্ষক সমিতির নতুন কমিটির কার্যক্রম শুরু


ইবি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটি। শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যূরালে এ শ্রদ্ধাঞ্জলি জানায় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দেয় নির্বাচিত নতুন কমিটি।

মুজিব ম্যূরালে ফুল দিয়ে ইবি শিক্ষক সমিতির নতুন কমিটির কার্যক্রম শুরু

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন।

এছাড়াও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, আইন বিভাগের অধ্যাপক নূরুন নাহার, সহকারী অধ্যাপক ড. আনিচুর রহমানসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। এখন পর্যন্ত সবাই সর্বাত্মক সহযোগিতা করছে। এভাবেই সকলের সহযোগীতা কামনা করছি।’ এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়। ৮ জানুয়ারি নতুন কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কমিটি।


Exit mobile version