Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মেসি ছাড়া বার্সার হার


ইউএন ক্রীড়া:

লিওনেল মেসি। ফাইল ছবি।

লিওনেল মেসি বার্সেলোনার কতটা গুরুত্বপূর্ণ তা আরেকবার বুঝল কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে তাকে ছাড়া খেলতে নেমে পরাজয়ের স্বাদ পেলো বার্সা। সেভিয়ার বিপক্ষে কোপা দেল রেতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে হেরে গেছে দলটি।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে বার্সাকে ২-০ গোলে হারাল সেভিয়া। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় প্রথম লেগে হেরে এখন চাপের মুখে ন্যু ক্যাম্পের ক্লাবটি।

যদিও গোটা ম্যাচেই দাপট ছিল বার্সার। এমন কী বল দখলের লড়াইয়েও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল তারা। সবকিছু ঠিক থাকলে প্রথমার্ধেই দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যালকমের গোলে এগিয়ে যেতে পারতো। কিন্তু নিশানা পায়নি দল। আসলে মেসির অভাবটা ঠিকই চোখে পড়ল।

এরমধ্যে ৫৮তম মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন দলের স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। ৬৪তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর শট ক্রসবারে লেগে বাইরে না গেলে অবশ্য সমতায় আসতে পারতো কাতালান ক্লাবটি।

এরমধ্যে অতি আক্রমনাত্মক হতে গিয়ে ৭৬তম মিনিটে আরেকটি গোল খেয়ে বসে বার্সা।গোলদাতা বেন ইয়েদের (২-০)।এবারের মৌসুমে এটি বার্সেলোনার চার নম্বর হার। এই ধাক্কা সামলে উঠে কোপা দেল রে’র সেমি ফাইনালে উঠতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে।

বুধবার ন্যু ক্যাম্পে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। তবেই চ্যাম্পিয়নরা পাবে সেমিফাইনালের টিকিট।#

সূত্র: বিডিনিউজ

 


Exit mobile version