Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মে দিবসে মেয়র লিটনের নেতৃত্বে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার নগরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

র‌্যালিতে মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, ডাক বিভাগ শ্রমিক লীগ, অটোরিকশা চালক সমিতিসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর শ্রমিক লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, সহ-সভাপতি এন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও মোনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী, প্রচার সম্পাদক আক্তার আলী, সহ-সাংগঠনিক রাশেদুজ্জামান রাশেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।#


Exit mobile version