Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

মোজার ভেতরে মুদ্রা পাচার; দুই পাচারকারী আটক


ইউএনভি ডেস্ক:

যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোলের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে ১৭ লাখ ১৫ হাজার ভারতীয় রুপিসহ ২ বাংলাদেশি হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি।

 

আটক হুন্ডি ব্যবসায়ীরা হচ্ছে ইকবাল হোসনে (৩৯) ও জাকির হোসেন (৩৮)। আটক পাচারকারী ইকবাল হোসেন ফরিদপুর জেলার আমভাঙ্গা থানার বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং জাকির হোসেন ঢাকা যাত্রাবাড়ী ৫৮/১/এ আগামসি এলাকার আজিম উদ্দিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি দুজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল থেকে একটি পরিবহন বাসে ঢাকা যাচ্ছে।

তিনি জানান, বিজিবি সদস্যরা ঢাকাগামী পরিবহন বাসটি আমড়াখালি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় পায়ে বেঁধে রাখা ১৭ লাখ ১৫ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ লাখ ৬০ হাজার টাকা। লে. কর্নেল সেলিম রেজা জানান আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

স/যু


Exit mobile version