‘মোদির নেতৃত্বে করোনা এবং চীন সীমান্ত দুই যুদ্ধই জিতবে ভারত’


ইউএনভি ডেস্ক:

মার্চ মাস থেকেই কঠিন লড়াইয়ের মুখে ভারত। করোনাভাইরাসের দাপট শেষ না হতেই লাদাখে চীনা সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে ‘যুদ্ধজয়ের’ আশ্বাস দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, মোদির নেতৃত্বেই করোনা এবং চীন এই দুই যুদ্ধই জয় করবে ভারত।ওই সাক্ষাৎকারে সম্প্রতি চীনা সেনাদের ভারত সীমান্তে প্রবেশের বিষয়েও প্রশ্ন করা হয় অমিত শাহকে।

তিনি বলেন যে এখনই এ বিষয়ে কথা বলার সেই সময় নেই। এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই এই বিষয়ে কথা বলব।সাক্ষাৎকারে নাম নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সমালোচনা করেন অমিত শাহ।

তিনি বলেন, এই সব যুদ্ধ ছাড়াও আমরা ভারত বিরোধী সব কাজকেও অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারি। কিন্তু এটাই খারাপ লাগে যে দেশের একটি বড় রাজনৈতিক দল দেশের এই সমস্যার সময় নোংরা রাজনীতি করছে।

রাহুল গান্ধীর ‘সারেন্ডার মোদির’ প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ‘এটা আসলে আত্মবিবেচনার বিষয়। এই সঙ্কটের সময়ে ওনার এবং কংগ্রেসের এই বিষয়ে হ্যাশট্যাগের ফায়দা তুলছে চীন এবং পাকিস্তান।’


শর্টলিংকঃ