মোরেলগঞ্জে স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত


মোরেলগঞ্জ প্রতিনিধি :

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও “সকলের হাত-পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস ২০১৯।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে ও অনুষ্ঠিত হয় র‌্যালি ও হাত ধোয়া অনুশীলন। সোমবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে হাত ধোয়া অনুশীলন অনুষ্ঠানে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দিবসটি পালনে সহযোগিতা করে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, ডরপ, ও হেলভিটাস নামক এনজিও।


শর্টলিংকঃ