মোল্লাহ সাঈদের কবিতা ‘আমি প্রেমিক হবো’!


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভিন্ন আঙ্গিকে সবার দৃষ্টি কেড়েছে ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামে একটি সংগঠন। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সংগঠনটির কর্মসূচি ও কার্যক্রম দেশের মূল ধারার গণমাধ্যমও ফলাও করে প্রচার করে। যা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে।

তবে সবকিছু ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টতের মাঝে রসবোধ ছড়াতে পেরেছে প্রেমবঞ্চিত সংঘ। সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোল্লাহ মোহাম্মদ সাঈদ।

সাম্প্রতি তিনি প্রেমিক হওয়ার ইচ্ছা পোষণ করে কবিতা লিখেছেন। তবে তাঁর সেই প্রেম কোনো নারীর প্রতি নয়। ভিন্ন এক ভালোবাসা ছড়ানোর এবং প্রেমিক হওয়ার স্বপ্নে বিভোর এই তরুণ।

তার লেখা কবিতাটি পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:

 

আমি প্রেমিক হবো

                                         –মোল্লাহ মোহাম্মদ সাঈদ

আমি মিছিল ভালোবাসি।

যে মিছিল স্লোগানে স্লোগানে মানুষের কথা বলে,

নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনার বিরুদ্ধে লড়ে।

যে মিছিল মানুষের।

 

মালিক, শ্রমিক, বণিক, কৃষক, মুচি-মেথর পার্থক্য নেই।

জাতিতে, ধর্মে, বর্ণে গোত্রে ভেদাভেদ থাকবে না।

যে মিছিল একটি প্রার্থনা,

সে প্রার্থনা নামাজের মতো।

 

নামাজের কাতারে যেমন শাসক-মুচির পার্থক্য থাকে না।

সাজানো-গোছানো কোন রঙ-বেরঙের আয়োজন নয়।

সে মিছিল হবে প্রচ- দাবদাহে অতিষ্ঠ এক দুপুরে।

যেদিন বাধ্য হয়ে বিপর্যয় মুহূর্তে

শুধু অভিন্ন দাবিতে সঙ্গীরা স্লোগানে কণ্ঠ মেলাবে।

 

তোলপাড় করে দেবে রাজপথ-শহর

কেঁপে উঠবে জালিমের পাপাত্মা।

শাসকের রক্তচোখকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে

আপামর জনগণ রাস্তায় নামবে বাঁচার দাবিতে,

জন্ম যেমন প্রাকৃতিক, ঠিক তেমনি

মৃত্যুর দাবি থাকবে সবার।

 

সামরিক অস্ত্র, তেজষ্ক্রিয় বোমা প্রয়োগের জন্য

জোর প্রস্তাব জানানো হবে খোদ মিছিল থেকেই।

আমি সেদিনই প্রেমিক হবো মিছিলের।

 

আমাকে ফেরাতে পারবে না পারিবারিক বন্ধন,

কী বন্ধু কিংবা প্রেয়সী।

সেদিন আমি অকৃতজ্ঞ হবো

এই সকল বন্ধনের প্রতি।

শুধু সব মানুষের জন্য বাঁচবো

অথবা মরবো।

 

মানুষের প্রতি অবিচারের জন্য

আমি সেদিন উচ্চস্বরে বলবো,

ওহে বন্দুক ওয়ালা, তোমার বন্দুকের নলে আমার বিষ্ঠা

স্লোগানে কণ্ঠ মিলিয়ে সঙ্গীদের রক্ত অথবা ঘামে

আমিও মেশাবো আমার রক্ত কিংবা ঘাম।

 

সেই মিছিলে প্রেয়সীও যদি আসতে চায়

বারণের প্রশ্নই আসে না!

অভিবাদন জানাবো হৃদয় থেকে।

রক্তে-ঘামে আলিঙ্গন হবে আমাদের।

সেদিনের প্রেম সারাজীবনের আরাধ্য প্রেম।

 

প্রিয়তমাকে আলিঙ্গন করবো

সকল সঙ্গীদের হৃদয় এক করে।

যে হৃদয়ে থাকবে ঘাম অথবা রক্ত।

সেদিন আমি প্রেমিক হবো,

মিছিল ও প্রেমিকার।

**********

   লেখক: মোল্লাহ মোহাম্মদ সাঈদ

              শিক্ষার্থী: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ


শর্টলিংকঃ