মোহনপুরে পুকুর খননের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে অবৈধ পুকুর খননের অভিযোগে ভেকু সরববাহকারী আলমগীর হোসেন ও পুকুর মালিক সিরাজুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেনের নেতৃত্বে মোহনপুর থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার ধূরইল ইউনিয়ন ধূরইল পন্ডিতপাড়া বিলের আবাদি জমিতে নিষেধাজ্ঞা সরকারী নির্দেশ উপেক্ষা করে হাজ্বী ইদ্রিস মোল্লা ছেলে সিরাজুল ইসলাম (৩৮) পুকুর খনন করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অভিযান পরিচালনা করে পুকুর খনন বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন,কেউ আবাদী জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন করলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।


শর্টলিংকঃ