মোহনপুরে ধর্ষণ চেষ্টা মামলায় ল্যাব পরিচালক গ্রেফতার


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে গ্রামীণ হেল্থ এন্ড ডায়াগনিস্ট সেন্টারে নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টা মামলায় পরিচালক হাবিবুর রহমান গ্রেফতার। গত বুধবার মামলাটি দায়ের করেন ডায়াগনিস্টে কর্মরত ডিএমএফ এক নারী চিকিৎসক। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলহাজতে পাঠায়।

মামলা ও সশ্লিস্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ হেল্থ এন্ড ডায়াগনিস্ট সেন্টারে কর্মরত ওই নারী চিকিৎসককে উপজেলার পোল্লাকুড়ি গ্রামের শাফিকুল মণ্ডলের ছেলে পরিচালক হাবিবুর রহমান কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে তিনি রাজি না হলে গত ৭ ফেব্রুয়ারি বিকেলে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে অন্য সহকর্মীরা এগিয়ে আসলে তিনি তাৎক্ষণিক রুমের বাহিরে চলিয়া যান। এরপর পরিবারের লোকজনের সাথে আলোচনা শেষে নারী চিকিৎসক বাদী হয়ে গত ১৯ ফেব্রুয়ারি মোহনপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ‘শাকিবের চেহারা সুন্দর হলেও হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন’

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন অভিযোগ আসামী হাবিবুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।


শর্টলিংকঃ