মোহনপুরে ৭০ বিঘা পানের বরজে আগুন, কোটি টাকার ক্ষতি


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৭০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষকরা জানান, দুপুর ১টার দিকে মান্নানের পান বরজের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের অন্য বরজগুলোতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই মাত্র ৪০/৪৫ মিনিটের মধ্যেই প্রায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি কেউ। আগুন নেভাতে গিয়ে তিন জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

কৃষকরা জানান- বিষহরা গ্রামের মান্নান, সোহরাব হোসেন, রাজ্জাক, আবুল হোসেন, আজিজ, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, হাসেন, মোখলেস, আবুল, রইচ উদ্দিন, মাহবুব, সাইদ, মতিন, ওহাব আলী, রাব্বানী, আনারুল, ফিরোজ আলী তৈইব আলী, নাহিদ আলী, সামাদ,আনেসুর রহমান,আসাদ আলী, রিয়াজ আলী, শরিফুল ইসলাম, শাহাবুল, ভ’ট্ট,রেজাউল করিম, হাবিবুর রহমান, রহিদুল ইসলাম, জেকের আলী, আমিনুল ইসলাম, কামরুল ইসলামসহ শতাধিক ব্যক্তির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এমাজ উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা কৃষকদের সহায়তার আশ্বাস দেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানওয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে যতটুকু সহযোগিতা রয়েছে তা প্রদান করা হবে।


শর্টলিংকঃ