- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

মৌসুমী জাহান মম’র কবিতা


জীবনের ধারাপাত

মৌসুমী জাহান মম

জীবনের ধারাপাত নেই কারো জানা
তবুও মানুষ ভাবে, অদৃশ্য স্বপ্ন দেখে
আসলে কি সঠিক সমাজ ব্যাখ্যা আছে জানা!
মানুষ হয়ে মানুষ লিপ্ত হয় উদ্ভাসিত হয় নিজ স্বর্গীয় স্বার্থ লাভে
দীর্ঘরাত্রি, দীর্ঘতর অপেক্ষা জগত জানবে না তাই কি ভাবে?

আজ সিংহভুক্ত মহিষের মত কঙ্কালসার
জঠরাগ্নিতে জীর্ণ, ক্ষীণ কম্পমান
মাসখানেক আগেও যে ছিল চক্ষুসষ্মান অক্ষোহিণী যোদ্ধা।

সহস্র দিকে দ্যাখো তাকিয়ে
অবিবেচিত বিবেক সম্মুখ দাঁড়িয়ে
তবু দ্যাখো হয়নি জড়বুদ্ধি, উন্মাদ।

কবিরা বলেন জীবনে নয় মোক্ষলাভে শান্তি
সে তো আজ শত জন্মদূর
হয় তো প্রবাদ প্রবচন সত্য
সাগর যেমন নদী মোহনায় মিশে পাই শান্তি
তোমার বুকেই হবে আমার চির প্রশান্তি।