মৌসুমী মম’র কবিতা


 

স্বার্থের তৈরি বুলেট

মৌসুমী মম

সম্পর্ক…
হ্যাঁ সম্পর্কের কথাই বলছি
সম্পর্ক মুখে বলতে ভালই লাগে
কিন্তু মেনে চলতে কি পারি
পারি কি সম্পর্কের মানে বুঝতে?

পারি কি
চোখে চোখ রেখে
দূরে থেকে আত্মায় আত্মা মেলাতে
হৃদয় ব্যথায় মলম হতে
বিপদে হাত নয় বুক পেতে দিতে
কান্না মুছাতে নয়
কান্নার অমূল্য লোনা জলের ধারক হতে?

তোমরা দিয়েছো কতশত নাম
আবার পদবীও বলতে পারো
সন্ত্রাস, ত্রাস, গুণ্ডা, মস্তান চাঁদাবাজ
পতিতা, এতিম, অনাথ

কেন এরা কি
এ নামেই জন্ম নিয়েছিল সোনার বাংলায়
উদারতা, মহত্ত্ব, সমাজসেবা আরো কত্ত কী দেখাও
কিন্তু স্বরূপ তো আসবেই
বিষধর সর্পও একবারের জন্য
খোলস ছেড়ে বেরিয়ে আসে
কিন্তু তোমরা বার বার রূপ বদলাও।

নিজেকে মানুষ ভাবো আর অন্যকে
ভাল থাকার অধিকার কি শুধু তোমাদের
তোমরাই তুলছো বৈষ্যমের দেয়াল
তোমরাই হচ্ছো ভণ্ড দয়াল।

ভেব না, একদম ভেব না
আজ যে অস্ত্র বুলেট করছো তৈরি
দেখাচ্ছ রাস্তায় তার স্থান
তোমাদের অজান্তেই একদিন বিঁধবে সেই
অস্ত্র বুলেট তোমাদের বুকের মধ্যখানে।

পরিণতি হবে না সুখের না তোমাদের
না তোমাদের বানানো বুলেটের।


শর্টলিংকঃ