মৌসুমী মম’র কবিতা


ভালবাসার বিনিদ্র রাত

মৌসুমী মম

কেটে গেল আরেকটি বিনিদ্র রাত
অসংখ্য প্রশ্নে জর্জরিত আজ
হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ
যাচ্ছে না দেখা যাতনার মরণ
কি যে এক ভয়ঙ্কর ব্যথা!

কতশত ভাবনা করছে আসা যাওয়া
মনজুড়ে তখনও উঁকি দেয় স্মৃতি হাওয়া
দ্বিধায় ভাঙছে বুক ভালবাসায় ভরপুর
ধর্ম না সমাজ বলছে মনে বার বার
তবে কি শত বাঁধা পেরিয়ে যাবে সেথা!

মুখ বলছে যাও মন বলছে না যেও না
আবেগ নয় বাস্তবতা নয় এ যে বিড়ম্বনা
যুক্ততর্ক, প্রতিশোধ থাকে না ভালবাসায়
স্বপ্ন বুনে যায় আশায় আশায়।

ভাবছো কেন কী করে পারলে
কী করেই বা কাড়লে
আমি বলবো যে যার সে তো আসবেই
লখিন্দরের লোহার বাসরের
কাল নাগিনী ন্যায় মনের গহীনে ঢুকবেই
ভালবাসার লাল গোলাপ নিবেই
হো না হাত কাঁটাই ক্ষত বিক্ষত যত
ব্যথার মায়ায় ভালবাসা বাড়বে তত।


শর্টলিংকঃ