মৌসুমী মম’র কবিতা


বাক্যহীন

মৌসুমী মম

যা দেখছো তা নই আমি
যা আমি তা যাই না দেখা
রোদে উত্তপ্ত বালির ন্যায়
নিজে জ্বলেও থাকি আলোকিত।

“এতো নীরবে এত নিঃশব্দে কান্নার রেনু”
এতটা বিভোরতায় বাক্যহীন মলিন চাহনি
উষ্ণ বাক্যতালে অনর্গল ছড়াচ্ছ আগুনের ফুলকি
চোখ থেকেও যেন নেই দৃষ্টি
ভাঙছে বুক চাপা আর্তনাদ।

জীবন কথার ঢেউ আছড়ে পড়ে জীবনের বাঁকে
শব্দহীন মৃত্যুর মত
একটি প্রতিজ্ঞা দূর্যোগ তুমুল তিমিরে
হারাবো না পথ নির্ভীক নির্ভুল সৈনিক বেশে
হবো এ যুগের সন্তু
মৃত্যুই নয় শেষ
দেখবে বিশ্বাসী বারুদের চোখে অত্যাচারীদের বিনাশ
ঐ দেখ বেজেছে সানাই শুরু হয়েছে পতন
ক্লান্ত কুয়াশা ভোর, উত্তাপ দুপুর
তখনও স্বপ্ন বুনে মন হারতে নয় হারাতে জন্ম আমার।


শর্টলিংকঃ