মৌসুমী মম’র কবিতা


নীলব্যথা

মৌসুমী মম

বুকের ভিতর জ্বলছে আগুন
ব্যথা ভরপুর
নয় কান্না তপ্ত অগ্নিশিখা
দিয়ো না যন্ত্রণা করো না ছলনা
ঈর্ষান্বিত হয়ে করো না সমালোচনা
আবেগী নয় বাস্তবিক খেলা করে জুড়ে মন।

কী ভয়ঙ্কর অতীত-বর্তমান
কী বেদনার বিশ্বাসহীনতা
কী নির্মম নিষ্ঠুরতা
কী যাতনার মান- অভিমান!

এসো না সর্পমণি নিতে
হারাবে প্রাণ সর্পদংশনে
নারী রূপে পোড়াবে তোমার
মেদাবৃত ন্যাংটা উরুর খেমটাপনা
ভেঙো না বুকের পাঁজর
হও সাবধান যাবে পুড়ে
শ্মশান চিতা জ্বলছে ধিকে ধিকে
বড্ড তাচ্ছিল্য হৃদয়ে নীলব্যথা।

নারী হয়ে শিখেছি জটিল সমাজধারা
নারীরা খুলে না নগ্ন তনু
নিশীথের পূর্ণিমা জ্যোৎস্নায়
চন্দনের গন্ধে শরীরের উষ্ণ ঝরা ঘামে।

রক্তে আগুন খেলবো রক্তের হলি খেলা
ভাঙবো ভেদাভেদ নারী নারী খেলা
কেন দেখলে না পূর্ণিমা রাত
কেন করলে ধ্রৌপদী বস্ত্র হরণ
কেন করলে সৃষ্টি দূর্গা মা কালী?

বক্ষ মাঝে মেরো না কথার চাবুক
শুন্য নির্বিকার মন হচ্ছে এফোঁড় ওফোঁড়
বুকটা হাতড়ে দ্যাখো
কতটা ক্ষত বিক্ষত পিয়াসী চাতক।


শর্টলিংকঃ