- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

ম্যাচ জিতবে নাকি ড্র করবে দক্ষিণ আফ্রিকা!


ভারতের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টের পঞ্চম দিনে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করে জেতার চেষ্টা করবে নাকি ড্র? ম্যাচের যে পরিস্থিতি তাতে ফল যে কোন দিকে যাবে, এখনই বলে দেয়া যাচ্ছে না। তবে প্রোটিয়ারাই যে আপাতত ব্যাকফুটে আছে, চতুর্থ দিন শেষে এতটুকু বলে দেয়া যায়।

চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে ৩৯৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। শেষ বিকেলে ব্যাট করতে নেমে দাঁত কামড়ে উইকেটে পড়ে থাকতে চাইলেও প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান ডিন এলগারকে হারিয়ে বসেছে প্রোটিয়ারা, ২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি।

৯ ওভার খেলে সফরকারিরা দিন শেষ করেছে ১ উইকেটে ১১ রানে। জিততে হলে শেষদিনে আরও ৩৮৪ রান করতে হবে তাদের। হাতে আছে ৯টি উইকেট।

এর আগে রোহিত শর্মার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। রোহিত করেন ১২৭ রান। এছাড়া চেতেশ্বর পূজারা ৮১ আর রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ৪০ রান।

আর প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮৫ রান নিয়ে চর্তুথ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৪৩১ রানে। সেঞ্চুরি করেন ডিন এলগার (১৬০) আর কুইন্টন ডি কক (১১১)।

ভারতের পক্ষে ১৪৫ রান খরচায় ৭টি উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।