ম্যাজিস্ট্রেটের চোখে সাহেব বাজারের চিত্র


ঘটনা-১ : আপনার মাথায় হেলমেট ও মুখে মাস্ক নেই কেন? -আমি প্রথম শ্রেণির কর্মকর্তা।

ঘটনা-২ : দুই মাসের বাচ্চা নিয়ে আপনি বাইরে এসেছেন কেন?

-ঘরে আর ভাল লাগছে না।

-আপনি দেশের বর্তমান পরিস্থতি জানেন না?

-আমি মরলে আপনার কী?

করোনা ( COVID-19) প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে রোববার রাজশাহী মেট্রোপলিটন এরিয়ার সাহেব বাজার ,আরডিএ,নিউমার্কেট, ভুবনমোহন পার্ক এলাকা,সাধুর মোড়,মালোপাড়া, গণকপাড়া,আলুপট্টি,রাণীবাজার, রেলগেট,রেলস্টেশন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে বিনা কারণে বাইরে বের হওয়া কয়েকজনের সাথে কথোপকথনের অংশ বিশেষ ।

জনগণকে সচেতন করছেন নিবার্হী ম্যাজিস্ট্রেট রনি খাতুন
জনগণকে সচেতন করছেন নিবার্হী ম্যাজিস্ট্রেট রনি খাতুন

যখন শিক্ষিত মানুষের মাঝে ন্যুনতম নাগরিকবোধ না থাকে, তখন এ ধরনের পরিশ্রম অর্থহীন হয়ে যায়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন আইন অমান্যে দণ্ডবিধির ২৬৯ ধারা, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারাসহ অন্যান্য আইনে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়। এছাড়া সচেতনতা বৃদ্ধিকল্পে মাইকিং করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। জনস্বার্থে ও করোনা প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

লেখাটি রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী রনি খাতুনের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া


শর্টলিংকঃ