- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

ম্যানসিটিকে শিরোপা উৎসব করতে দিলো না চেলসি


ইউএনভি ডেস্ক: 

আগে গোল করে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সুবাস পাচ্ছিল। সিটিজেনেদের যে শিরোপা জিততে তিন পয়েন্টের প্রয়োজন ছিল। কিন্তু চেলসি শেষ পর্যন্ত তা হতে দেয়নি। অপেক্ষা রেখেছে পেপ গার্দিওয়ালার দলকে। পিছিয়ে পড়েও ইত্তিহাদ স্টেডিয়ামে চেলসি ২-১ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে।

ম্যানসিটি ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। তাদের ম্যাচ বাকী আছে আরও তিনটি। দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দুই ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে আছে। চেলসি ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে দুইদলের মধ্যে বড় পরীক্ষাও হয়ে গেলো।নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড় ছাড়াই নেমেছিল। চেলসিও তাই। বল দখল দুই দল প্রায় সমানে সমান। প্রথমার্ধে দুইদলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পেরেছে শুধু গার্দিওয়ালার দলই।

বিরতির ঠিক এক মিনিট আগে ম্যানচেস্টার সিটি এগিয়ে যায়।

৪৪ মিনিটে সতীর্থের এগিয়ে দেওয়া বলে সের্হিয়ো আগুয়েরো ঠিকমতো বল পায়ে জমাতে পারেননি, দৌড়ে এসে রহিম স্টার্লিং ঠিকই পোস্ট খুঁজে নিয়েছেন।ইনজুরি সময়ে ম্যানচেস্টার সিটি এগিয়ে যেতে পারতো। আগুয়েরো পেনাল্টি থেকে পানেনকা শট নিতে গিয়ে গোলকিপারের হাতে তুলে দেন!

বিরতির পর অবশ্য চেলসি ঘুরে দাড়ানোর চেষ্টা করে। ৬৩ মিনিটে সফলও হয়েছে। হাকিম জিয়েখ বক্সের প্রান্ত থেকে জোরালো শটে ম্যাচে সমতা নিয়ে আসে।ইনজুরি সময়ে চেলসি ২-১ এ এগিয়ে যায়।। ভার্নারের এসিস্টে এলোসনো গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন।