Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এখন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৪৭৮ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২,৪১৩ জন। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা ও অন্যান্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতি উন্নতির আগে এটি সবচেয়ে খারাপের দিকে যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পেছনে কারণ হচ্ছে হাসপাতালগুলোতে সরঞ্জাম সংকট। বিশেষ করে নিউইয়র্কের মতো এলাকায় যেখানে সংক্রমণের হার সবচেয়ে বেশি সেখানে এই সরঞ্জাম সংকটের মাত্রাও বেশি।

করোনা আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ইতালিতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে। আর মারা গেছে ১০ হাজার ৭৭৯ জন। তৃতীয় অবস্থানে থাকা চীনে আক্রান্ত ও মৃত দুটির হারই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন। আর মারা গেছেন পাঁচ জন।


Exit mobile version