যুদ্ধ থামালাম আমি আর নোবেল পেল অন্য কেউ: ট্রাম্প


ইউএনভি ডেস্ক:

যুদ্ধ থামিয়ে নোবেল না পেয়ে অক্ষেপ করেছেন ট্রাম্প। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। কিন্তু এ নিয়ে আক্ষেপের শেষ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

যুদ্ধ থামালাম আমি আর নোবেল পেল অন্য কেউ: ট্রাম্প

তিনি বলেছেন, ‘শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। যুদ্ধ থামালাম আমি আর পুরস্কার পেল অন্য কেউ।’ট্রাম্প বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে এমন মন্তব্য করেন। খবর বিবিসির।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একটি চুক্তি করলাম। একটি দেশকে রক্ষা করলাম। আর আমি শুনতে পেলাম ওই দেশেরই প্রধান দেশ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। এজন্য আমি কী করতে পারতাম? হ্যাঁ আপনারা জানেন এভাবেই চলে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি।’

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পরেই ট্রাম্প অভিযোগ করেন, নোবেল পুরস্কার নিরপেক্ষভাবে দেওয়া হয় না।

তিনি তখন বলেছিলেন, ‘আয়োজকরা এটি যথাযথভাবে দেয় না। এটা ঠিক না। কাজটা পক্ষপাতহীন হলে অনেক কিছুতেই আমি নোবেল পেতাম।’

আরও পড়ুন ব্যবসায়ী পরিচয়ে তিন লাখ টাকা হাতিয়ে নারীর সাথে প্রতারণা


শর্টলিংকঃ