যুবরাজের বিরুদ্ধে উত্তাল সোশ্যাল মিডিয়া, ক্ষমা চাইলেন তিনি


খেলাধূলা  ডেস্ক:
জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।তার বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) করেছেন দেশটির খ্যাতনামা আইনজীবী রজত কালসান।সেই মামলায় যুবরাজের ঘটনার তদন্তে ভারতীয় পুলিশ এখন মাঠে নেমেছে।

যুবরাজের বিরুদ্ধে উত্তাল সোশ্যাল মিডিয়া, ক্ষমা চাইলেন তিনি

সম্প্রতি যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পর বর্ণবাদের বিষয়টিকে শক্তহাতে দমনে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এদিকে বিষয়টি নিয়ে দেশটির সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। টুইটারে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ (যুবরাজ সিং ক্ষমা চাও) হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়ে উঠেছে।

যার জেরে ইতিমধ্যে কড়জোরে বিশ্ববাসীর কাছে ক্ষমাও চেয়েছেন যুবরাজ।কিন্তু তাতেও বিষয়টিকে ধামাচাপা দিতে পারছেন না এই সাবেক
ভারতীয় অলরাউন্ডার। আত্মপক্ষ সমর্থন করে টুইটারে যুবরাজ সিং লিখেছেন– ‘স্পষ্টভাবে জানাতে চাই যে, কোনোরকম বৈষম্যে আমি বিশ্বাসী নই। তা সে জাতপাতেরই হোক না কেন। বর্ণ হোক বা লিঙ্গ।

মানুষের ভালো করার জন্য আমি সদা প্রস্তুত। প্রত্যেকটি মানুষকে সমান সম্মান করি। বন্ধুর সঙ্গে চ্যাট করার সময় যে মন্তব্য করেছিলাম, তার জন্য সবাই আমাকে ভুল বুঝেছে। তবে এর মধ্য দিয়ে যদি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকি। তা হলে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ক্ষমা চাই। দেশ ও দেশবাসীর প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে।’

প্রসঙ্গত গত এপ্রিলে লকডাউনের মাঝে রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দেন যুবরাজ। সেই আড্ডাতে হঠাৎই ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে নিয়ে মজা করে মন্তব্য করেছিলেন যুবরাজ। যুবরাজের কথার সেই অংশটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি ভারতীয় নেটিজেনরা। সেখানে যুবরাজ জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন বলে দাবিতে সোচ্চার হয়ে ওঠেন ভারতীয়রা।


শর্টলিংকঃ