‘যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সজাগ নিরাপত্তা বাহিনী’


ইউএনভি ডেস্ক:

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। বাংলাদেশের জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না।

রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এদেশের জনগণ অত্যন্ত ভাতৃপ্রতীম। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের দেশে কোন গির্জায়, মসজিদে, মন্দিরে হামলার মত কোনো ঘটনা ঘটুক আমরা কেউ চাই না।

এসময় কুমিল্লা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া, পৌর মেয়র মফিজুল ইসলাম, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে দুপুর আড়াইটায় হেলিকপ্টরযোগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পৌঁছেন। থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জঙ্গি ও মাদক বিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

স/পরি


শর্টলিংকঃ