যেসব ফোন পাবে এমআইইউআই ১২ আপডেট


ইউএনভি ডেস্ক

শাওমির অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেম এমআইইউআই ১২ নিয়ে এখনো কাজ চলছে।

যেসব ফোন পাবে এমআইইউআই ১২ আপডেট

যেসব ফিচার এমআইইউআই ১২-তে থাকতে পারে তার একটি তালিকা দিয়েছে স্মার্টফোন বিষয়ক ব্লগ অ্যাডিমোরাহ।

সম্ভাব্য তালিকা

  • সিস্টেম-ওয়াইড ডার্ক মোড
  • নিউ গ্রাফিকাল ইউজার ইন্টারফেইস (জিইউআই)
  • লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন (অ্যান্ড্রয়েড ১১)
  • ১৬:৯ রেশিও ডিসপ্লে
  • মাল্টিপল ক্লোন অ্যাপ সাপোর্ট
  • সব সিস্টেম অ্যাপের জন্য ডার্কমোড সাপোর্ট

তালিকায় থাকা ফোনগুলো

অ্যাডিমোরাহ ব্লগের তথ্য অনুযায়ী, প্রথম দিকে ৪০টিরও বেশি শাওমি ও রেডমি ফোনে আপডেটটি পাওয়া যাবে। পরবর্তীতে প্রায় সব শাওমি ও রেডমি ফোনেই আপডেটটি পৌঁছে যাবে।

শাওমি ডিজিটাল সিরিজ

  • শাওমি এমআই ১০ প্রো
  • শাওমি এমআই ১০
  • শাওমি এমআই ৯
  • শাওমি এমআই ৯ এসই
  • শাওমি এমআই ৯ প্রো
  • শাওমি এমআই ৯ লাইট
  • শাওমি এমআই ৮ প্রো
  • শাওমি এমআই ৮
  • শাওমি এমআই ৮ লাইট

শাওমি সিসি সিরিজ

  • শাওমি সিসি৯ প্রো/এমআই নোট ১০
  • শাওমি সিসি৯
  • শাওমি সিসি৯ই/ এমআই এ৩

শাওমি মিক্স/ ম্যাক্স সিরিজ

  • এমআই মিক্স আলফা
  • এমআই মিক্স ৩
  • এমআই মিক্স ২ এস
  • এমআই মিক্স ২
  • এমআই ম্যাক্স ২

পোকো সিরিজ

  • পোকো এফ ১
  • পোকো এক্স২
  • রেডমি ফোন
  • রেডমি কে৩০
  • রেডমি কে২০ প্রো/ এআই৯টি প্রো
  • রেডমি কে২০/ এআই৯টি
  • রেডমি নোট ৮ প্রো
  • রেডমি নোট ৮
  • রেডমি ৮টি
  • রেডমি নোট ৭ প্রো
  • রেডমি নোট ৭
  • রেডমি নোট ৭এস
  • রেডমি ৮
  • রেডমি ৮এ
  • রেডমি ৭
  • রেডমি ৭এ
  • রেডমি ওয়াই১/ রেডমি নোট ৫এ/ রেডমি নোট ৫এ প্রাইম
  • রেডমি ওয়াই ১ লাইট
  • রেডমি ওয়াই২/এস২
  • রেডমি ওয়াই৩
  • রেডমি নোট৬ প্রো/ এমআই এ২ লাইট
  • রেডমি নোট ৬
  • রেডমি ৬
  • রেডমি নোট ৫ প্রো
  • রেডমি নোট ৫/ রেডমি নোট ৫ প্লাস
  • রেডমি ৫/ ৫এ
  • রেডমি নোট ৪/৪এক্স

অন্যান্য

  • এমআই ৫এক্স
  • এমআই প্লে

এমআইইউআই ১২ কবে উন্মোচন করা হবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বছরের মাঝামাঝিতে আপডেটটি আসতে পারে। কারণ এর আগে এমআইইউআই ১০ ও এমআইইউআই ১১ মে মাসে উন্মোচন করে শাওমি।


শর্টলিংকঃ