রপ্তানির আড়ালে অর্থ পাচারকারীদের খুঁজছে দুদক


ইউএনভি ডেস্ক:

রপ্তানির আড়ালে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চলছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছেন দুদকের সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

দুদক সচিব বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের চাহিদার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড ওভার ইনভয়েসিং সংক্রান্ত কিছু তথ্য দিয়েছে। এর ভিত্তিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে চার সদস্যের টিম গঠন করেছে। ওই টিম অনুসন্ধান চালাচ্ছে। পরিধি ব্যাপক হওয়ায় অনুসন্ধান সম্পন্ন করতে অনেক সময় প্রয়োজন। দুদক তার চাহিদার পরিপ্রেক্ষিতে এনবিআর থেকে তথ্য পেতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে এনবিআর ওভার ইনভয়েসিংয়ের তথ্য পাওয়ামাত্র নিয়মিতভাবে দুদককে জানাবে। বিদেশে অর্থ পাচার রোধে দুদক অত্যন্ত কঠোর। তদন্তযোগ্য তথ্য পাওয়ামাত্র দুদক অর্থ পাচার রোধে সর্বাত্মক ব্যবস্থা নিয়ে থাকে। এ ক্ষেত্রে বিএফআইইউ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন হবে।’


শর্টলিংকঃ