রহস্যময় নাজকা লাইন


 

ইউএনভি ডেস্ক:

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এটি।


এই বিশাল এলাকা জুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশুপাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা।

মাটির ওপরের এই বিশালাকার সব ভূচিত্রকেই বলে নাজকা লাইন। নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এসব ভূচিত্র এত বিশাল যে, আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না।


শর্টলিংকঃ