Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রহস্যময় নাজকা লাইন


 

ইউএনভি ডেস্ক:

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এটি।


এই বিশাল এলাকা জুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশুপাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা।

মাটির ওপরের এই বিশালাকার সব ভূচিত্রকেই বলে নাজকা লাইন। নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এসব ভূচিত্র এত বিশাল যে, আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা যায় না।


Exit mobile version