Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাকসু নির্বাচন শুধুই গুঞ্জন, ভোটের পরিবেশ নেই: ছাত্রদল


রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাকসু নির্বাচন নিয়ে গুঞ্জন উঠেছে ঠিক, তবে ক্যাম্পাসে নির্বাচনের কোনো পরিবেশ নেই। ভোট হলে তা সুষ্ঠু হবে কিনা তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। কারণ ছাত্রলীগের অত্যাচার-নির্যাতনে ছাত্রদল ক্যাম্পাসে আসতে পারছে না। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করে তবেই নির্বাচন দিতে হবে।’

রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের হাতে দলীয় গঠনতন্ত্র তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানের সঙ্গে সাক্ষাত ও দলীয় গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ছাত্রদল নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন।

সাক্ষাত শেষে রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘রাকসু নির্বাচনের গুঞ্জন উঠলেও ক্যম্পাসে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচনের জন্য প্রয়োজন প্রচার-প্রচারণা। কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের আধিপত্যের কারণে রাকসু নির্বাচন হবে কি না কিংবা হলেও কতটুকু সুষ্ঠু হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।’

ছাত্রদল নেতা কামরুল আরও বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থান নেই। প্রায়ই ভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। রাকসু নির্বাচনের আগে প্রত্যেক দলকে ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাফেরার সুযোগ দিতে হবে। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই সব দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে।’

তবে ছাত্রদলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা সবসময়ই আদর্শ ও নীতিগত জায়গা থেকে রাজনীতি করি। রাকসু নির্বাচন আমরাও চাই। আর নির্বাচনের জন্য ক্যাম্পাসে সেই পরিবেশও রয়েছে। যখন-তখনই নির্বাচন দিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছাত্রদল যদি প্রচার-প্রচারণা চালাতে না পারে সেটা তাদেরই ব্যর্থতা।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা এসেছিলো। তারা তাদের সংগঠনের গঠণতন্ত্র জমা দিয়ে গেছে। তারিখ নির্ধারিত হলে পরে তাদের ডাকা হবে।’


Exit mobile version