Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাকসু ভোট নিয়ে যা বললেন রাবি ছাত্রদল নেতারা (ভিডিও)


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপ কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা। বৈঠকে ছাত্রদল ১৪ দফা দাবি জানান।

রাকসু নির্বাচনে ছাত্রদলের ১৪ দফা দাবি

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাকসু সচল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৈঠক করে ছাত্রদল।

বৈঠকে রাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ রাহী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সামসুদ্দিন চৌধুর, রাশেদ আলী, প্রচার সম্পাদক মেহেদেী হাসান, সহ-সাংগঠনিক সম্পদক শফিকুল ইসলাম, সহ-আইন সম্পাদক আহসান হাবিব প্রমূখ বৈঠকে অংশ নেন।

বৈঠক থেকে বেরিয়ে ছাত্রদল নেতারা জানান, সোমবার ঢাবিতে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের মতো পাতানো নির্বাচন রাকসুতে হলে তারা অংশ নেবেন না। সুষ্ঠু ভোটের পরিবেশ পেলে তবেই রাকসু ভোটে আসবে ছাত্রদল।

ছাত্রদল নেতাদের বক্তব্য দেখুন ভিডিওতে :

 

 


Exit mobile version