রাজনীতির দর্শন ও মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন


প্রেস বিজ্ঞপ্তি:

বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. সাইদুল ইসলামের লেখা ‘ফিরে দেখা, রাজনীতির দর্শন ও মুক্তিযুদ্ধ’ বইয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরের পাশে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টা চালানো হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধকে চরমভাবে অবনমিত করেছেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার ব্যবস্থা করেন। মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন তিনি।

মেয়র আরো বলেন, অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। এখনো যারা বেঁচে আছেন, তাদেরকে বই লেখার আহ্বান জানাই। মুক্তিযুদ্ধে নিজে যা দেখেছেন, সেইভাবে যাতে লিখেন। তাহলে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারে। মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইদুল ইসলামের লেখা বইটি অন্যান্য মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করবে। বইটি থেকে আমরা অনেক অজানা তথ্য ও ঘটনা জানতে পারবো। আমি বিশ^াস করি নতুন প্রজন্ম অনেক অজানা তথ্য জানতে পারবে, অন্যকে জানাবে এবং মুক্তিযুদ্ধের আদর্শে নিজেদের জীবন গড়বে।

বইটির লেখক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইদুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বইটি লেখা ইচ্ছে হয়েছিল। পরবর্তীতে অনেকে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তৎকালীন রাজনীতি এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে বইটি লিখেছি।

প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী, রাজশাহী সমন্বয় কমিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান খান আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূর কতুবুল আলম মান্নান, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ