রাজশাহীজুড়ে ফের বাড়ছে সংক্রমণ-মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে ফের বাড়তে শুরু করেছে প্রাণঘাতি করোনা সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ১৩ জনের প্রাণ নিয়েছে করোনা। একইসঙ্গে আরও ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ২১৫ জনে। আর সংক্রমণ দাঁড়িয়েছে ৭৭ হাজার ২৮৯ জনে।

একদিন আগেও (২৩ জুলাই) রাজশাহীতে পাঁচজনের মৃত্যু হয় করোনায়। একই দিন নতুন করে করোনা ধরা পড়ে ২১৭ জনের। চলতি জুলাইয়ে বিভাগে প্রাণহানি ও সংক্রমণের সর্বনিম্ন রেকর্ড এটি।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাব মতে, এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮১৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৭ জন। একই দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭ জন। করোনায় সব মিলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ হাজার ৭৪৬ জন।

শনিবার (২৪ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৪ জন বগুড়ার বাসিন্দা।

এ ছাড়া রাজশাহীতে ৯১, সিরাজগঞ্জে ৮৪, নাটোরে ৩৪, জয়পুরহাটে ২৩, নওগাঁয় ১৯ এবং পাবনায় ১২ জনের করোনা ধরা পড়েছে। এই এক দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ২১৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৬ জন, রাজশাহীতে দুজন, নাটোরে দুজন, জয়পুরহাটে দুজন এবং সিরাজগঞ্জে একজনসহ মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন। এদিন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বগুড়ায় ৫২১, রাজশাহীতে ২১৯, চাঁপাইনবাবগঞ্জে ১৩১, নওগাঁয় ১১৪, নাটোরে ১০১, সিরাজগঞ্জে ৪৯, জয়পুরহাটে ৪৮ এবং পাবনায় ৩২ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ১ জুলাই ১৭ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৯ জন, ৪ জুলাই ৮ জন, ৫ জুলাই ১২ জন, ৬ জুলাই ২৪ জন, ৭ জুলাই ১৪ জন, ৮ জুলাই ১১ জন, ৯ জুলাই ২২ জন, ১০ জুলাই ১০ জন, ১১ জুলাই ২৩ জন, ১২ জুলাই ২১ জন, ১৩ জুলাই ২২ জন, ১৪ জুলাই ১২ জন, ১৫ জুলাই ১৭ জন, ১৬ জুলাই ৮ জন, ১৭ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ১৬ জন, ১৯ জুলাই ১২ জন, ২০ জুলাই ৯ জন, ২১ জুলাই ৯ জন, ২২ জুলাই ৬ জন এবং ২৩ জুলাই ৫ জন মারা গেছেন।


শর্টলিংকঃ