রাজশাহীতে আরও দুইজনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নতুনকরে আরও  দুইজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত এক নারীর বাসা মহানগরীর চণ্ডিপুর এলাকায় অপর আক্রান্ত পুরুষের বাসা বাঘা উপজেলায়। বুধবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে মোট সাতজনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে দুইজনের বাড়ি রাজশাহী পাঁচজনের বাড়ি নাটোরে। 

Rajshahi Corona

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে রিপোর্ট পাওয়া গেছে ১২৩টি নমুনার। ত্রুটি থাকায় বাকি নমুনাগুলোর রিপোর্ট হয়নি বলেও জানান তিনি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও আরেকটি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার ল্যাবটি চালু হয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত এই ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

নতুন পাঁচজন শনাক্ত হওয়ায় নাটোর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৪৮ জন। আর রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ালো। রাজশাহী মহানগরীতে করোনা রোগী এখন দুইজন। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাতজন। আর মারা গেছেন একজন।

আরও পড়তে পারেন  দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড


শর্টলিংকঃ