- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

রাজশাহীতে ইন্ডিয়া-বাংলাদেশ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ইন্ডিয়া- বাংলাদেশ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন  ঢাকা ও সহকারী ভারতীয় হাই কমিশন রাজশাহীর উদ্যোগে শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, এই সংগীতানুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো- দু’দেশের সম্পর্কে আরো উন্নয়ন করা। এর মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে পারস্পারিক সংস্কৃতি বিনিময় ও আন্তরিকতা বাড়বে। কারণ বাংলাদেশ ও ভারত যুগ যুগ ধরে বন্ধুপ্রতিম দেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তা অরবিন্দ দত্ত। এতে নগরীর বিশিষ্টজনরা অংশ নেন ।