রাজশাহীতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট পালন


নিজস্ব প্রতিবেদক :

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনের দাবিতে রাজশাহীতে ধর্মঘট পালন করেছে ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ফার্মেসি বন্ধ রেখে এ কর্মসুচি পালন করেন। এসময় নগরীর লক্ষ্মীপুর মোড়ে সমাবেশও করেন তারা।

ধর্মঘটের কারণে বন্ধ ফার্মেসি। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তোলা ছবি

সমিতির সাবেক নেতারা জানান, ২০০৮ সালের পর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন হয় নি। এমন কি সমিতির উদ্যোগে ফার্মাসিস্টদের প্রশিক্ষণও বন্ধ রয়েছে। নানা সমস্যায় পড়লে সমিতির কোনো সহযোগিতাও পাওয়া যায় না। অবিলম্বে নির্বাচন দেয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে বলেও জানান তারা।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাবেক ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ বলেন,  সমিতির নামে পদ দকল করে আছেন ডা. ফয়সাল কবির চৌধুরী। অন্তত ১০ মাস ধরে তালা ঝুলছে সমিতির অফিসে। ফলে ফার্মাসিস্টদের প্রশিক্ষণও বন্ধ হয়ে গেছে।  ফার্মাসিগুলোতে নতুন করে ফার্মাসিস্ট নিয়োগ দেয়া যাচ্ছে না।  বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করছে।  কিন্তু আমরা সমিতির কোনো সহযোগিতা পাচ্ছি না।

এদিকে, একঘণ্টা ধর্মঘটের কারণে বিপাকে পড়েন গ্রাহকরা। জীবনরক্ষাকারী ওষুধ কিনতে এসে ফার্মেসী বন্ধ দেখতে পেয়ে ফিরে যান বেশির ভাগ গ্রাহকই।

তবে এ বিষয়ে হারুন অর রশিদ জানান,  গ্রাহকদের সমস্যার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় ওষুধ বিক্রি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছিল।


শর্টলিংকঃ