Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে করোনায় প্রাণ গেল আরও ১০ জনের


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নাটোরের চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। আর আটজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

আর একজনের করোনা নেগেটিভ ছিল। তবে তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৯৮ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৩৪ জন। আগের দিন ভর্তি ছিলেন ৪২৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।


Exit mobile version