Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে করোনা নিয়ে গুজব : ২৩ জনকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে করোনা ভাইরাস নিয়ে গুজব রটানোর অভিযোগে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার জেলার পুঠিয়া ও গোদাগাড়ীতে ভ্রাম্যমান আদালত  অভিযান চালিয়ে ২৩ জনকে মোট ৪২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেয়।

রাজশাহী জেলা প্রশাসকের দপ্তর থেকে মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী জেলার পুঠিয়ায় একজনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২২ জনের কাছ থেকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, জরিমানা প্রদানকারী ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছিলেন। এ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।


Exit mobile version