রাজশাহীতে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে যুবক


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে করোনা সংক্রমিত সন্দেহে এক যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে এই বিভাগে গেল ২৪ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনের আওতায় আসা ব্যক্তির সংখ্যা কমেছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগের আট জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে এসেছে ১৩১জন। তবে বগুড়া ও জয়পুরহাটে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে সাতজন রোগী।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় জানিয়েছে, গত ১০মার্চ থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টেউনের আওতায় আসে ৬হাজার ৮৪০জন। তবে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া থেকে পেয়েছেন ৩ হাজার ৩০৯জন।

এদিকে, সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, করোনা সংক্রমিত সন্দেহে এক যুবককে আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে তাকে ভর্তি নেয়া হয়। ওই যুবকের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক আজাদ জানান, ওই যুবকের সর্দি-কাশি ও শ্বাসকষ্ট রয়েছে। তবে এখনো আমরা নিশ্চিত নই। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


শর্টলিংকঃ