Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

রাজশাহীতে ছিনতাইকারীচক্রের তিন সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:
সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে-নগরীর আসাম কলোনির বাবুর ছেলে মোঃ মাহাদী (২২), বড় বনগ্রাম ভাঁড়ালি পাড়ার মহাসিন আলীর ছেলে রাজু আহমেদ (২৪) ও ফুদকিপাড়া কালী মন্দির এলাকার মৃত সাইদুজ্জামানের ছেলে তৌফিক জামান (২২)।

পবা থানার ওসি রেজাউল হাসান ইউনিভার্সাল২৪নিউজ-কে জানান। গ্রেফতারকৃত আসামিরা গত ১৯ আগস্ট সন্ধ্যায় চাকু দেখিয়ে বাগসারা মোড়ের রোমান (১৮) নামের এক স্কুল ছাত্রের কাছ মোবাইল ছিনতাই করে। পরে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় তারা। এই ছিনতায়ের ঘটনায় রোমান বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করে। পরে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, এস আই মাহফুজুর রহমান, এ এস আই মাহাবুব ইসলাম প্রযুক্তি ব্যবহার করে রাতভর অভিযান চালিয়ে মহানগরীর বিভিন্নস্থান থেকে আসামীদের ছিনতাই কাজে ব্যবহৃত এপ্যাচি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


Exit mobile version