রাজশাহীতে টেন্ডারবাজি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও সৈনিক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রাসেল বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ছোট ভাই। এই ঘটনায় রাব্বি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাজা ও মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।

দুপুরে নগরীর রেলগেট এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরের পাশের রাস্তায় এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়।

আহতদের মধ্যে রাজা, তার ভাই রাসেল এবং সোনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।


শর্টলিংকঃ