রাজশাহীতে ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করবে বিআরটিএ


নিজস্ব প্রতিবেদক :

পেশাজীবী চালক তৈরিতে সরকারী উদ্যোগে রাজশাহীতে শিগগিরই বিভাগীয় ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র । মঙ্গলবার রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সকাল ১০টায় নগরীর একটি রেস্টুরেন্টে বিআরটিএ রাজশাহী সার্কেল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার অনির্বান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহা, বিআরটিএ’র  উপ-পরিচালক শেখ আশরাকুর রহমান ও নিরাপদ সড়ক চাই-এর রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক এএসএম কামরুল হাসান।

এরআগে সড়ক ভবনের সামনে থেকে বিআরটিএ’র উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে পেশাজীবী চালকসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।


শর্টলিংকঃ