রাজশাহীতে দরিদ্রদের মাঝে ঈদের খাদ্যসহায়তা দিলো বিজিবি


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে সীমান্তবর্তী ও চরের দরিদ্র কর্মহীন মানুষকে ঈদের খাদ্যসহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার বেলা ১১টায় তালাইমারী ঘাটে এলাকায় ১ ব্যাটেলিয়নের উদ্যোগে ২৫০ দরিদ্র মানুষকে ঈদ উপলক্ষে পোলাওয়ের চাল, সেমাই, তেল ছাড়াও চাল ও ডাল দেয়া হয়।

সামাজিক দুরত্ব মেনে এসব সামগ্রীর প্যাকেট তুলে দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মাসুদ। তিনি জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ফকির গার্মেন্টস গ্রুপসহ বিভিন্ন সংস্থার দেয়া খাদ্যসহায়তা রাজশাহী অঞ্চলের প্রায় ১৫হাজার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছে বিজিবি। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী  সীমান্তবর্তী ৪ টি উপজেলায় গরীব, অসহায়, দ্স্থু এবং হতদারিদ্র জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ ও মেজর আসিফ বুলবুল ও মেজর জাকারিয়া আজম।


শর্টলিংকঃ