রাজশাহীতে দু’ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা


নিজস্ব প্রতিবেদক :

মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস, চিপস ও  গ্লাভসের প্যাকেটে দাম লেখা না থাকায় রাজশাহী নগরীতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি দোকানকে ১৬হাজার টাকা অর্থদণ্ড দেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মারুফ আল হাসান জানান, রেলস্টেশনে আপ্যায়ন কফি হাউজে বেলা ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দোকানে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ কোল্ড ড্রিংকস ও চিপস্ পাওয়া যায়। বিক্রির জন্য এগুলো দোকানে ছিল। মেয়াদ না থাকায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যগুলো ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, নগরীর লক্ষ্মীপুরে রনি এন্টারপ্রাইজ নামে একটি সার্জিক্যাল ইক্যুইপমেন্টের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, গ্লাভসের প্যাকেটের গায়ে মূল্য লেখা নেই। মূল্য লেখা না থাকার দায়ে ওই দোকানের মালিককে ছয় হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


শর্টলিংকঃ