রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচী পালিত হয়েছে। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য- ‘সংলাপ, সহিষ্ণুতা এবং শান্তি’।

বিশ্ব বেতার দিবসে রাজশাহী বেতার কেন্দ্রের অনুষ্ঠানের উদ্বোধন করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ১০টায় নগরীর বেতার ভবন থেকে শোভাযাত্রাটি সিএন্ডবি মোড় হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয়।

আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল খালেক, রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আখতার, উপ বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম মনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বেতারের কর্মকর্তাবৃন্দ, কলা-কৌশুলি, নিয়মিত-অনিয়মিত শিল্পীবৃন্দ। শেষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবস উপলক্ষে রাজশাহী বেতার ভবনে আলোকসজ্জা করা হয়।


শর্টলিংকঃ