রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাহাবুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় পড়ে শোনান।

দণ্ডপ্রাপ্ত সাহাবুল গোদাগাড়ী উপজেলার আচুয়া তালতলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ইব্রাহিম হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান বাদশা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ এপ্রিল রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ সাহাবুলকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় একটি মামলা করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।


শর্টলিংকঃ