রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত


নিজস্ব প্রতিবেদক:

আজ ২রা অক্টোবর৷ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকী৷ ভারত মাতার সন্তান হলেও তাঁর অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ দর্শনের জন্য গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন এই মহান পুরুষ ৷

১৮৬৯ সালের এই দিনে ভারতের গুজরাটের পোরবন্দরে জন্ম গ্রহণ করেন অহিংস নীতির প্রতিমূর্তি মহাত্মা গান্ধী৷ ভক্তরা ‘মহাত্মা’ এবং ‘বাপু’ এই দুই নামে ডাকতেন মহান গুরু গান্ধীকে৷ তবে সরকারিভাবে তাঁকে ‘জাতির জনক’ খেতাব প্রদান করা হয়৷ তাঁর জন্ম দিন হিসেবে প্রতি বছর আজকের দিনে গোটা পৃথিবীতে  নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গান্ধী জন্ম জয়ন্তী’ পালন হচ্ছে ৷ ভারতে সরকারিভাবে দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় ৷ সারাবিশ্বে দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ৷

রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে গান্ধী জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে সহকারী ভারতীয় হাই কমিশন এর উদ্যোগে ও বাঁধন রাজশাহী কলেজ ইউনিটের ব্যাবস্থাপনায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে নানা বয়স ও পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচির উদ্ধোধন করেন রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। রক্তদানের ব্যাপারে সকলকে উৎসাহ দিতে সহকারী হাই কমিশনার নিজে রক্ত দান করেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারের মানেজার ও সহকারী হাই কমিশনের কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন  সহকারী হাই কমিশনের কালচারাল এফেয়ার্সের কর্মকর্তা অরবিন্দ দত্ত।


শর্টলিংকঃ