রাজশাহীতে লকডাউন নয় কঠোর বিধি-নিষেধ আরোপ


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল বন্ধসহ ১০টি শর্ত যুক্ত করে নির্দেশনা জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সব ধরণের দোকান-পাট ও বিপনী বিতান বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেদ্ধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সকল বিনোদন কেন্দ্র ও জমায়েত বন্ধ থাকবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, হোটেল রেঁস্তরায় বসে খাওয়া যাবে না। জুমার নামাজে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশ নিতে পারবেন। কাঁচা বাজার উন্মুক্তস্থানে বসানো যাবে।

হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া আম ব্যবসা ও পরিবহনসহ সব ধরনের কৃষি পণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে বলে জানান জেলা প্রশাসক।

তবে জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম ও পুলিশবাহিনী।

 


শর্টলিংকঃ